Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ভুমিকা- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের একটি বৃহৎ বাহিনী। খুলনা রেঞ্জের এ বাহিনীতে রয়েছে ১০টি জেলা ও ৪টি ব্যাটালিয়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৫২অনুচ্ছেদে এটি একটি শৃংখলা বাহিনী। এ বাহিনীর কর্মকান্ড বেশ বৈচিত্রময় ও চ্যালেঞ্জিং। এ বাহিনীর ৩টি উইং রয়েছে।এ‘গুলো হল- আনসার ব্যাটালিয়ন,সাধারণ আ্নসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তন্মধ্যে সাধারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সেচ্ছাসেবী সদস্য সদস্যাদের নিয়ে গঠিত । একটি লক্ষনীয় বিষয় হচ্ছে যে বিপুল সংখ্যক সদস্য-সদস্যাদের মধ্যে প্রায় ৫০ শতাংশ নারী। তাই এ বাহিনী জেন্ডার সেনসেটিভও বটে । রেঞ্জের প্রতিটি প্রশাসনিক স্তরে(বিভাগ থেকে ইউনিয়ন পর্যন্ত) এ বাহিনীর কার্যালয় রয়েছে। পক্ষান্তরে রেঞ্জের প্রতিটি গ্রাম/ওয়ার্ড পর্যন্ত বিস্তুত আছে এ বাহিনীর চেইন অব কমান্ড। দক্ষিনাঞ্চল খুলনা একটি সম্ত্রাস কবলিত এলাকা। এসব এলাকায় পুলিশ বাহিনীর সাথে ২৫৮০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য এ অঞ্চলের আইন শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। খুলনা রেঞ্জের ১০টি জেলায় ১৮৩৪ জন অংগীভুত সাধারণ ঃআনসার  বিভিন্ন গুরুত্বপুর্ন সংস্থায়  নিরাপত্তা বিধানে নিয়োজিত আছে। গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন শৃংখলার পাশাপাশি স্বেচ্ছাভিত্তিতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।

 

আমাদের ভিশন- সুথী,সমৃদ্ধ ও নিরাপদ রাষ্ট্র গঠনেদেশেরর সর্বত্র শান্তি,শৃংখলা,উন্নয়ন ও নিরাপত্তা বিধান।
আমাদের মিশনঃ জননিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলা কার্যক্রম সক্রিয় অংশগ্রহণ, বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্য-সদস্যাকে মানব সম্পদে রূপান্তরের  মাধ্যমে দেশের  আর্থ সামাজিক উন্নয়ন এবং সরকারের নির্দেশে আইন শৃংখলা রক্ষা ও অভিযানিক কার্যক্রমে অন্যান্য বাহিনীর সাথে অংশগ্রহণ।